তুমি ছাড়া হয় না আমি
আমি ছাড়া হয় কি তুমি?
তোমার আমি,আমার তুমি
হয়না যেন জানাজানি।
বেঁচে থাকি আমি যতটা কাল
সাথে থেক তুমি হে মহাকাল
মরনের পরে,কবর বাসরে
হয় যেন বনাবনি।
চাই না আমি আর আমি হতে
চাই যে মিশে যেতে চির তুমিতে
পিপাসায় ফাটে বুক,হায় কবে অপরুপ
মিটাবে চাতক আশা খানি।
—-
ইকরামুল হক ইলি’র কবিতা
“I have met the soul walking upon my path”
আমরা দু’জন
এক শরীরেই থাকি
তোমার ভেতর আমি
নাকি আমার ভেতর
তোমার মাখামাখি?
আমরা দু’জন
এক সুরেতেই গাই
সব খানেতে তুমিই আছো
খুঁজে দেখি আমিই কেবল নাই।
—-
ইকরামুল হক ইলি’র কবিতা
watercolor on paper[30cm x38cm]
May -2018
watercolor on paper[30cm x38cm]
May -2018